নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, চমেক হাস্পাতালের ফার্মেসিতে অভিযান

অনলাইন ডেক্স: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ভবনের নিচতলার ন্যায্যমূল্যের মেডিসিন শপকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। শপটি অননুমোদিত বিভিন্ন ওষুধ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছিল, যার কারণে এ জরিমানা আরোপ করা হয়।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ অভিযানে অংশ নেন উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাপারসন মো. আফতাবুজ্জামান।

এছাড়া, বিসিক শিল্পনগরী সংলগ্ন সুমিস হট কেকের উৎপাদন কারখানায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্লু অ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার নামের কারখানার ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও শ্যাওলাযুক্ত পরিবেশে পানি ভরানোর জন্য ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

ফয়েজ উল্যাহ জানিয়েছেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *