ডিসি পার্কে ১৩৬ প্রজাতির দুই লাখেরও বেশি বাহারি ফুল

অনলাইন ডেক্স: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে ১৩৬ প্রজাতির দুই লাখেরও বেশি বাহারি ফুল। শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।

এবারের উৎসবে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসবের পাশাপাশি রয়েছে চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য তাদের নিজস্ব ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

১৯৪ একর এলাকাজুড়ে বিস্তৃত ডিসি পার্কের অন্যতম আকর্ষণ তিনটি বিশাল পুকুর। এখানে আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত জায়গা, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেট ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন এবং পাবলিক টয়লেট।

ফুলের সৌরভ ও নান্দনিক আয়োজন উপভোগ করতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। মাসব্যাপী এই আয়োজন চট্টগ্রামের পর্যটন ও সংস্কৃতি বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *