চবি জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে বিলুপ্তপ্রায় ১৪ প্রজাতির ৪০০ গাছের চারা রোপণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জীববিজ্ঞান অনুষদ ক্যাম্পাসে বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ ও সবুজ বনায়নের অংশ হিসেবে ৪০ প্রজাতির ৪০০টি গাছের চারা রোপণ করেছে। এর মধ্যে ১৪ প্রজাতি বিলুপ্তপ্রায় ও সচরাচর দেখা যায় না। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বক্সবাদাম গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, “আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বৃক্ষ সংরক্ষণ ও বনায়নের পর্যাপ্ত সুযোগ রয়েছে। জীববিজ্ঞান অনুষদের এই দারুণ উদ্যােগের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।” উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা প্রকল্পের জন্য অনেক বৃক্ষ কাটা হয়, কিন্তু সমপরিমাণ বৃক্ষরোপণ হয় না।

আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।” জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান, “গবেষণার কাজে অনেক বিরল বৃক্ষের প্রয়োজন, যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় না।

এজন্যই বিরল প্রজাতি সংরক্ষণ ও গবেষণার সুবিধার্থে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোসা. রাশেদা চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *