অনলাইন ডেক্স: এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জিতলো ফরচুন বরিশাল। গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও শিরোপা ঘরে তুললো দলটি।
গতবার ট্রফি নিয়ে বরিশালে উদযাপনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। তবে এবার সমর্থকদের হতাশ করতে চায় না বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আগামী ৯ ফেব্রুয়ারি (রোববার) ট্রফি নিয়ে বরিশালে ফিরবে দলটি। ফাইনাল ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল বলেন, “গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ৯ তারিখ আমাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে।”
গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে চিটাগং কিংস ১৯৪ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ভালো শুরু করলেও পরে চাপে পড়ে বরিশাল। তবে রিশাদ হোসেনের দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।
শিরোপা জয়ে বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমানের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “অবিশ্বাস্য অনুভূতি! আমি মালিককে ধন্যবাদ জানাতে চাই। তিনি দুর্দান্ত ছিলেন। আমি যেভাবে দল পরিচালনা করতে চেয়েছি, তিনি সেটার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না—এসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি। এমনকি হারলেও কোনো চাপ দেননি।”
শিরোপা উদযাপনের জন্য বরিশালজুড়ে এখন উৎসবের আমেজ। বিপিএল ট্রফি নিয়ে বরিশালে ফিরলে দলকে বরণ করতে প্রস্তুত সমর্থকরা।







