চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা চাল

অনলাইন ডেক্স:চট্টগ্রাম বন্দরে দুটি বড় জাহাজ এসে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে মিয়ানমার এবং ভারত থেকে আমদানি করা চাল। মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ সম্প্রতি বন্দরে পৌঁছেছে, যা খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি এবং ভারত থেকে ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি পান্দোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা আতপচাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সেদ্ধ চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই চালের খালাস নিশ্চিত হলে দেশের খাদ্য মজুদ আরও দৃঢ় হবে এবং বাজারে চালের সরবরাহে কোনো সমস্যা সৃষ্টি হবে না,যা বিশেষ করে রমজান ও ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *